ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

জাবিতে কাল থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ১০:৫০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু ভবন। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল শনিবার (৩ মে) থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

শুক্রবার ( ২মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং আবাসিক হল সংসদসমূহের নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি এ সময়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়।’

‘সেই আলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার (৩ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে পরিচয়পত্র বহন করার জন্য অনুরোধ করা হচ্ছে।’