ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি কড়া নির্দেশনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৫:১৮ পিএম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) লোগো। ছবি- সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট না থাকার কারণ ব্যাখ্যা চেয়ে প্রধান শিক্ষকদের প্রতি কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে ওয়েবসাইট না থাকার কারণ এবং ওয়েবসাইট তৈরির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তা ইমেইলে (dd.hrm.dshe@gmail.com) পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয় এবং তা সব আঞ্চলিক পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়।

চিঠি অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা ২০২৪-২৫ অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানকে হালনাগাদকৃত সেবা প্রতিশ্রুতি ওয়েবসাইটে আপলোড ও প্রদর্শন নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান এখনও নিজস্ব ওয়েবসাইট তৈরি করেনি।

এ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে মাউশি অধিদপ্তর সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে ব্যাখ্যা তলব করেছে। একই সঙ্গে ওয়েবসাইট তৈরিতে কী উদ্যোগ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, সরকারি সেবাকে আরও সহজ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। ওয়েবসাইট না থাকায় নাগরিকরা প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।