সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে বদলি ও পদায়নে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে এ আবেদন করা যাবে।
বুধবার (৩০ জুলাই)এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য অধিদপ্তরের ১০ জুলাইয়ের বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইনে বদলির আবেদনের জন্য পত্র জারি করা হয়। অনলাইনে বদলির আবেদনের সময় সীমা ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো।
উল্লেখ্য, ১০ জুলাইয়ের জারি করা বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত বহাল থাকবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।