নারী বিশ^কাপে লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশ নারী দলের। ব্যর্থ বিশ^কাপ মিশন শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা বিরতিতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তারসহ বেশ কয়েকজন ক্রিকেটার। তবে বিশ^কাপে আট ম্যাচ খেলে আসার পর বিশ্রামের সুযোগ নেই অন্য ক্রিকেটারদের। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মাঠে নামতে হবে এনসিএল টি-টোয়েন্টির জন্য। যেখানে অংশগ্রহণ করবেন আট বিভাগের ক্রিকেটাররা। তবে নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার আসন্ন এনসিএলে খেলবেন না। এই সময়ে তারা বিশ্রামে থাকবেন। সবশেষ বিশ্বকাপের সময়ে মুম্বাইয়ে চিকিৎসক দেখিয়েছেন তারা। সেই পরামর্শ অনুযায়ী তারা মাঠের বাইরে থাকবেন।
আগামী ডিসেম্বরে ভারত সফর দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফেরার কথা রয়েছে জ্যোতি-মারুফাদের। এর আগে মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। তবে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। ডিসেম্বরের মাঝামাঝিতে সিরিজের ম্যাচগুলো হতে পারে কলকাতা ও কটকে। বাংলাদেশের মাটিতে ভারতীয় পুরুষ দলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায়। সেই সূচি এখনো ঠিক হয়নি। এরই মধ্যে সিরিজ খেলতে যাচ্ছে দুই দেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল সিরিজ খেলতে ভারত সফর করবে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে ডিসেম্বরের মাঝামাঝিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত নারী দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ-ভারত আসন্ন সিরিজ দিয়ে শুরু হতে পারে নতুন চক্রের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। বিসিবি সূত্রে জানা যায়, প্রস্তাবিত খসড়া অনুসারে ডিসেম্বরের ১৪-১৫ তারিখে ভারত সফরে যাবে বাংলাদেশ। এখনো দুই দেশের বোর্ড তা চ’ড়ান্ত করেনি, তবে আয়োজকদের (বিসিসিআই) কাছ থেকে ওই সময়ের কথা বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করতে অনুরোধ জানানো হয়েছে।

