ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

কুমিল্লা বোর্ডে সেরা কিশোরগঞ্জের রাইতা

আজিজ আল ফয়সাল, ফেনী
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:২৬ পিএম
কুমিল্লা বোর্ড সেরা রাইতা রাজাধী রাজ। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীর গর্ব, ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের ‘বোর্ডসেরা শিক্ষার্থী’ হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের এই শিক্ষার্থী ২০২২ সালের এসএসসি এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর অর্জনের মাধ্যমে এ স্বীকৃতি পান।

রাইতা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন এবং দুটি পরীক্ষাতেই সর্বোচ্চ নম্বর পেয়ে নজির স্থাপন করেন। সোমবার (৩০ জুলাই) সকাল ১০টায় কুমিল্লা জেলা শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে তাকে ‘সেরা শিক্ষার্থী’ সম্মাননা প্রদান করা হয়।

কুমিল্লা জেলা শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে রাইতা রাজাধী রাজকে ‘সেরা শিক্ষার্থী’ সম্মাননা প্রদান করা হয়।

রাইতা রাজাধী রাজের বাবা অ্যাডভোকেট লায়ন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল একজন বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ী, আর মা রাশিদা খানমও একজন আইন পেশাজীবী। পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে রাইতা যুক্তরাজ্যে ব্যারিস্টারি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের স্কলারশিপে পড়াশোনা করতে যাচ্ছেন।

এক অনানুষ্ঠানিক আলোচনায় রাইতা বলেন, ‘আইন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর বাংলাদেশে ফিরে দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘ফেনী গার্লস ক্যাডেট কলেজে পড়াশোনার অভিজ্ঞতা আমার জন্য অসাধারণ ছিল। সেখানেই আমি নেতৃত্ব, শৃঙ্খলা ও সমাজসেবার মূল্যবোধ শিখেছি। বোর্ডসেরা হতে পারাটা অবশ্যই আনন্দের, তবে এর পেছনে আমার পরিবার, শিক্ষক এবং প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য।’

বাবার সঙ্গে রাইতা রাজাধী রাজ। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSPI)’ স্কিমের আওতায় তাকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেনী সদর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাইতা জানান, আগামী ১ আগস্ট যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। দেশের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি আগামীর পথচলা শুরু করতে চান।