ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ওয়াশিংটন-নয়াদিল্লির

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১২:৫৫ পিএম
রাজনাথ সিংয়ের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পারমানবিক শক্তিধর দুই দেশের মধ্যে হওয়া এ চুক্তিটির মেয়াদ ১০ বছর।

শুক্রবার (৩১ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের করা এক্স পোস্টের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

এক্স-এ দেওয়া পোস্টে হেগসেথ বলেছেন, এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের খবর দিয়েছেন হেগসেথ।