ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কোকেন বোঝাই নৌকা জব্দ করল ডোমিনিকান প্রজাতন্ত্র

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৩:২০ পিএম
প্রতীকী ছবি।

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘মাদকবিরোধী’ সামরিক অভিযানের সঙ্গে মিল রেখে সন্দেহভাজন কোকেন বোঝাই একটি নৌকা জব্দ করেছে ডোমিনিকান প্রজাতন্ত্র। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটি এ তথ্য জানায়

সরকারি এক বিবৃতিতে বলা হয়, নৌকাটি দক্ষিণ আমেরিকা থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রের দক্ষিণে বানিতে এসে পৌঁছেছে। সন্দেহভাজন দুই ডোমিনিকানকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা সংগঠিত অপরাধচক্রের সঙ্গে জড়িত। অভিযানে ৬৫০ প্যাকেট মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

কলম্বিয়া ও ভেনিজুয়েলা থেকে মাদক চোরাচালান বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। কারাকাস আশঙ্কা করছে, এটি শাসক পরিবর্তনের চক্রান্ত।

ইতোমধ্যে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদক-বহনকারী নৌকাগুলোয় মার্কিন হামলায় কমপক্ষে ৬২ জন নিহত হওয়ার পর থেকে এই অঞ্চলের দেশগুলো মাদকবিরোধী প্রচেষ্টা প্রদর্শন করতে আগ্রহী হয়ে পড়েছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, হামলাগুলো অবৈধ। এমনকি সেগুলো যদি মাদক পাচারকারীদের লক্ষ্য করেও চালানো হয়ে থাকে, তাহলেও।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌবাহিনীর নাবিকদের উদ্দেশে দেওয়া তার এক ভাষণে অভিযানের সাফল্যের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমরা এত দক্ষতাভাবে কাজ করেছি যে, সেখানে আর কোনো নৌকা নেই। এমনকি মাছ ধরার নৌকাও নেই। কেউ আর জলে যেতে চায় না।’