সাগর-রুনি হত্যা মামলার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
শনিবার (১ নভেম্বর) সারা দেশে সাংবাদিকরা এ কর্মসূচি পালন করবেন।
কেন্দ্রীয় ঘোষণানুযায়ী, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএফইউজে সূত্রে জানা গেছে, সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। একই দাবিতে দেশের সব জেলা ও বিভাগীয় শহরেও একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

