সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, একটি কার্তুজ, একটি গুলির খণ্ডিত অংশ, ২টি চাইনিজ কুড়াল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৮০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৪৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।


