ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৩:৩৭ পিএম
শেখ হাসিনা। ছবি- সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৬১ জনকে পলাতক ঘোষণা করে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ প্রদান করেছেন।

আদালতের ওই নির্দেশনা অনুযায়ী আজ (৩১ অক্টোবর) সিআইডি দৈনিক ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জানা যায়, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি এই রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়েরের ক্ষমতা অর্জন করে। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা (সি আর-রমনা-নং: ২২২/২০২৫; ধারা: ১২১/১২১(ক)/১২৪(ক), পেনাল কোড) দায়ের করে। তদন্তে উঠে আসে—‘জয় বাংলা ব্রিগেড’ নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুত তদন্ত সম্পন্ন করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (CS) দাখিল করে। তদন্ত প্রক্রিয়ায় বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।

গত ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৭ নম্বর আদালতের বিচারক জনাব আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

আদালতের সেই নির্দেশ বাস্তবায়ন করে সিআইডি জাতীয় দৈনিক ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অন্তর্বর্তীকালীন সরকারের ‘বিচার’ এজেন্ডা বাস্তবায়নে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।