ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৭:৩২ পিএম
দুই ব্যাটার ছাড়া ভারতের বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। ছবি- সংগৃহীত

বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (৩১ অক্টোবর) মেলবোর্নে ৪০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।

৬ উইকেট হারিয়ে ১৩ ওভার ২ বলে ১২৬ রান তাড়া করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও মিচেল মার্শের মারকুটে ইনিংসে দলের জয়ের ভিত্তি গড়া হয়। হেড ১৫ বলে ২৮ রান করেন, মার্শ ২৬ বলে ফিফটির কাছাকাছি পৌঁছে ৪ রান কমে আউট হন।

জয়ের পথে শেষ পর্যায়ে মিচেল ওয়েন ও ম্যাথু শর্ট যথাক্রমে ২ এবং ০ রানে আউট হন। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন, বুমরাহও দুটি উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ১৮.৪ ওভারে ১২৫ রানে থামে। জশ হ্যাজেলউড ৩ উইকেট ও মাত্র ১৩ রান খরচা করে দারুণ বোলিং করেন। জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস ২টি করে উইকেট নেন।

এই জয় দিয়ে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। শেষ তিনটি ম্যাচ ২, ৬ ও ৮ নভেম্বর ক্যানবেরায় অনুষ্ঠিত হবে।