ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ছন্দে ফেরার চেষ্টায়

মিনহাজুর রহমান নয়ন
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০২:১০ এএম

হালের চিত্রনায়িকা পূজা চেরি। তার শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। খুব অল্প বয়সেই চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটে পূজার। অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় সাবলীল অভিনয় করে সুনাম অর্জন করেন উঠতি তারকা। উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। তবে শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমা করার পর নায়কের সঙ্গে প্রেমচর্চায় বেশ আলোচনায় ছিলেন পূজা। এরপর শাকিবের সঙ্গে তার তৈরি দূরত্ব। যদিও সেই দূরত্ব মিটে গেছে অনেক আগেই। তবে এরপর থেকে আর শাকিবের সিনেমায় নেই পূজা।
এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জ্বীন’, ‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমাগুলো দর্শক টানতে ব্যর্থ হয়। এমনকি পূজার সিনেমা দর্শক টানতে ব্যর্থ হওয়ায় প্রদর্শনী বন্ধও রেখেছিল মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তারপর থেকে নতুন সিনেমার খবরে নেই তিনি। মা মারা যাওয়াসহ নানা কারণে ছন্দ হারিয়ে ফেলেন পূজা। নায়িকার হারানো ছন্দ ফিরিয়ে আনতে এবার নতুন মিশনে নেমেছেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি। পূজা চেরি ও আফরান নিশোকে জুটি করে তৃতীয় চলচ্চিত্রের নির্মাণ শুরু করতে যাচ্ছেন এই পরিচালক। সিনেমার 
নাম ‘দম’।
পূজা বলেন, ‘দম সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে এটা আমার অভিনয় জীবনের পুনর্জন্ম। আমি খুব এক্সাইটেড, এত ভালো একটা চিত্রনাট্য ও চরিত্র, আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। অনেকে বলতে পারেন এতগুলো সিনেমা করার পর কেন আমি এটা বলছি, দম দেখার পর হয়তো দর্শক সেটা বুঝতে পারবেন। এই কাজের পর আমি নিজেকে আরও প্রুভ করতে পারব।’
সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে শাহরিয়ার শাকিল ভাই ফোন করে বললেন রেদওয়ান রনি ভাই ফোন করবেন দম সিনেমার জন্য। আমি তো দারুণ এক্সাইটেড। কিন্তু রনি ভাই আর ফোন করেন না। কয়েকদিন পর ফোন দিয়ে বললেন আমার অডিশন নিতে চান। আমিও খুব অ্যাকটিভ ছিলাম, কারণ আমি দম সিনেমাটা করতে চাচ্ছিলাম। অডিশন দেওয়ার পর তো আমি আরও টেনশনে! একটাই ভাবনা, কাজটাতে যুক্ত হতে পারব তো? যখন আমাকে জানানো হলো যে আমি চূড়ান্ত, ওই দুই-তিনদিন আমার কোনো কথা নেই, খাওয়া বন্ধের মতো, আমি যে কী খুশি হয়েছি এটা আমার সঙ্গে যারা ওই সময়ে ছিলেন তারা জানেন। এখন আমরা নিয়মিত রিহার্সেল করে যাচ্ছি, জার্নিটা খুব ভালো লাগছে।’
পূজা জানান, এটি তার আফরান নিশো, রেদওয়ান রনি, এসভিএফ আলফা-আই, চরকির সঙ্গে প্রথম কাজ। চঞ্চল চৌধুরীর সঙ্গে তিনি কাজ করেছেন তাও ছোট বেলায়। সব মিলিয়ে দারুণ লাগছে পূজার। সেই ভালোলাগা আর সবার দোয়া নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান তিনি। অভিনেত্রী এও জানিয়েছেন, ক্যামেরার 
সামনে মেকআপ ছাড়াই নাকি অভিনয় 
করতে হবে তার।
সত্য ঘটনা অবলম্বনকে কেন্দ্র করে নির্মাণাধীন ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নিশোর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পূজা। সার্ভাইভাল ঘরানার এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে অচিরেই। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
এদিকে, এই অভিনেত্রীর মুক্তির অপেক্ষায় আছে ‘নাকফুলের কাব্য’ নামের সিনেমাটি। অনেক আগেই সিনেমাটির কাজ শেষ হলেও নেই মুক্তির খবর। দীর্ঘদিন ধরে থমকে আছে তার অভিনীত আলোচিত ‘মাসুদ রানা’ সিনেমার কাজ। আদৌ সিনেমাটির কাজ শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। অডিশন দিয়ে এবং অনেক কাঠখড় পুড়িয়ে ‘দম’ সিনেমার নায়িকা নির্বাচিত হয়েছেন, পূজার হারানো ছন্দ কতটা ফিরে পাবেন; তা সময় বলে দেবে।