‘আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’খ্যাত শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খান। ২০০৭ সালে এই গানটি জনপ্রিয়তা পেলে ইমনের অডিও অ্যালবাম ঘিরে তুমুল চাহিদা দেখা যায়। এমনও হয়েছে দিনে পাঁচ থেকে ছয়টি রেকর্ডিং স্টুডিওতে গিয়েও কণ্ঠ দিতে হয়েছে তাকে। অডিও অ্যালবামের সেই যুগ আর নেই। বদলে গেছে গান প্রকাশের মাধ্যম। বেশির ভাগ কণ্ঠশিল্পী এখন মাসে একটি বা দুটির বেশি গান প্রকাশ করছেন না। তবে বিপরীত চিত্র ইমনের বেলায়। নিয়মিত গান করছেন তিনি।
সাময়িক বিরতি শেষে ফের গানে ফিরেছেন ইমন। ফিরেই দেখালেন বাজিমাত। বিভিন্ন কোম্পানি থেকে গত দু-মাসে ১৫০টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। কিছু প্রকাশ হয়েছে, কিছু গান রয়েছে মুক্তির অপেক্ষায়। মুক্তিপ্রাপ্ত গানগুলোর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ‘সিনে বাংলা মিউজিক’-এর ব্যানারে ‘আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ’। গানটির কথা লিখেছেন নুরে আলম মামুন, সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক। ‘আপন মানুষ পর হইয়াছে, সুখ মেলে নাই তাতে’, ‘আমার বুক পাঁজরে মারলি ছুরি’, ‘আমার সুখ পাখি টা’সহ আরও বেশ কয়েটি গান। নিজের ইউটিউব চ্যানেলর জন্যও গেয়েছেন ১০টি গান। গানগুলো মিউজিক ভিডিও আকারে পাবেন শ্রোতারা।
এর মধ্যে রয়েছে ‘অন্তর পোড়ার ঘ্রাণ, রুপার ড্যাডি টাকা ওয়ালা’, ‘বুকের ভিতর দুঃখের চুলা দব দবাইয়া জ্বলে’সহ ইত্যাদি। মিউজিক করেছেন এ এন ফরহাদ, রিয়েল আশিক, এসডি সাগর, আহমেদ সজীব, এইচ আর লিটন, মান্নান মোহাম্মদসহ আরও অনেকে।
ইমন খান বলেন, ‘চারটি কোম্পানির ৮৫টি গান করেছি। ‘ডিপি মিউজিক স্টেশন’ থেকে আসবে ২৫টি, ‘সাদিয়া ভিসিডি সেন্টার’ থেকে ২০টি, ‘ভাওয়াল মিউজিক’ থেকে ২০টি এবং ‘তরঙ্গ মিউজিক সেন্টার’ থেকে আসবে ২০টি গান। আসলে এটা আমার ভাগ্য, ক্যারিয়ারের সেই শুরু থেকে এখনো পর্যন্ত গানের বাজারে টিকে আছি। আমি সবার কাছে দোয়া চাই, যেন শ্রোতাদের ভালোবাসা এবং আমার এই পরিশ্রম অব্যাহত থাকে।’
প্রায় দুই দশকের ক্যারিয়ারে ইমনের পথচলা সহজ ছিল না। একসময় সিরাজগঞ্জের গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে গান করতেন এই গায়ক। শুরুতে অর্থনৈতিকভাবেও সচ্ছল ছিলেন না। ব্যক্তিগত উদ্যোগে ২০০৭ সালের শেষ দিকে ১২টি গান নিয়ে ইমন প্রকাশ করেন তার পঞ্চম অডিও অ্যালবাম ‘কেউ বোঝে না মনের ব্যথা’। সেই অ্যালবামেই ছিল ‘আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’। এরপর ঘুরে যায় ইমনের ভাগ্যের চাকা। একসময় যাদের কাছে ধরনা দিয়েও সাড়া পাননি, তারা ইমনকে ডাকতে থাকেন। সেই থেকে শুরু, এখনো নিয়মিত করছেন ইমন।

