ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশ দলে সম্ভাব্য তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:০৬ পিএম
ছবি- সংগৃহীত

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধারাবাহিকতা হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৬ রানে ও দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হেরে সিরিজ নিশ্চিতভাবেই হাতছাড়া করেছে টাইগাররা।

আজ (শুক্রবার) অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। লক্ষ্য একটাই-হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচা।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে তিনটি পরিবর্তন। স্কোয়াডে থাকা ১৫ জনের মধ্যে এখন পর্যন্ত সুযোগ পেয়েছেন ১২ জন। বাকি তিন ক্রিকেটার-ওপেনার পারভেজ হোসেন ইমন, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এবং পেসার শরিফুল ইসলাম-এই ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অফ-ফর্মে থাকা শামীম পাটোয়ারী বাদ পড়তে পারেন ইমনকে জায়গা দিতে। প্রথম দুই ম্যাচে শামীমের ব্যাট থেকে এসেছে মাত্র ১ ও ১ রান। স্পিন বিভাগে পরিবর্তনে বিবেচনায় আছেন মেহেদী, যিনি খেলতে পারেন নাসুম আহমেদ কিংবা রিশাদ হোসেনের পরিবর্তে। পেস আক্রমণে বিশ্রাম দেওয়া হতে পারে মোস্তাফিজুর রহমানকে, তার স্থলে দেখা যেতে পারে শরিফুলকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাতে রয়েছে আরও চারটি ম্যাচ। তাই দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।