ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

বিগত সময়ে শিক্ষার বিকাশ ঘটেনি: শিক্ষা উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৪:৪৬ পিএম
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি- সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ছাত্রজনতা যে চেতনা ধারণ করে দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছে, সে চেতনাকে বাঁচিয়ে রেখে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করতে হবে। মুক্তচিন্তার সুযোগ না থাকায় বিগত সময়ে শিক্ষার বিকাশ ঘটেনি।

শনিবার (২ আগস্ট) ঢাকা কলেজের অডিটোরিয়ামে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘সময় এসেছে তরুণদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার, দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করার। একটা অস্থির সময় পার করছে সবাই, যা বিচক্ষণতার মধ্যে দিয়ে পার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপ কাঠিতে নিজেদের বিবেচনা করার জন্য কাজ করছে সরকার।’

ড.খান মইনুদ্দিন আল মাহমুদ সোহলের সভাপতিত্বে আলোচনায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের সিনিয়র নেতৃবৃন্দরা।