ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বুটেক্সে ক্যারিয়ার ক্লাবের জব ফেয়ার বুধবার

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৪:৫৮ পিএম
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার-২০২৫। বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং আইটিইটির সহযোগিতায় এই আয়োজন শিক্ষার্থী, অ্যালামনাই ও শিল্পখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের একসঙ্গে যুক্ত করবে।

দিনব্যাপী এই আয়োজন শুরু হবে সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান ও স্টল পরিদর্শনের মাধ্যমে। এরপর শিক্ষার্থীদের জন্য থাকবে সিভি যাচাই ও ফিডব্যাক সেশন, যেখানে তারা সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে নিজেদের জীবনবৃত্তান্ত উন্নত করার পরামর্শ নিতে পারবেন। বেলা গড়ালে আয়োজিত হবে প্যানেল ডিসকাশন, যেখানে শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিরা ক্যারিয়ার গঠন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

দুপুরের পর অনুষ্ঠিত হবে এইচআর সামিট ও অন-ক্যাম্পাস ইন্টারভিউ সেশন, যা শিক্ষার্থীদের সরাসরি চাকরির সুযোগ পাওয়ার একটি দারুণ প্ল্যাটফর্ম তৈরি করবে। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ফেয়ারের কর্মসূচি।

ক্যারিয়ার ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় ২৫টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ডেকো ইশো গ্রুপ, ফকির অ্যাপারেলস, এফসিআই গ্রুপ, মাসকো গ্রুপ, ডেকাথলন বাংলাদেশ, ব্যাবিলন গ্রুপ, এসজিএস বাংলাদেশ, উর্মি গ্রুপ, স্টার্লিং স্টাইলস, নিট এশিয়া, হা-মীম গ্রুপ, পূর্বাণী গ্রুপ, স্নোটেক্স, এপিলিয়ন গ্রুপ, ব্র্যাক ক্যারিয়ার হাব, ভিয়েলাটেক্স, অকো-টেক্স, কর্পোরেট আস্ক, সোসিওফাই টেক, ফ্যাশন স্টেপ গ্রুপ, ডাইসিন, কালারটেক্স এবং ফকির গ্রুপ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার বাস্তব অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরি করাই এই ফেয়ারের মূল লক্ষ্য।

তারা আশা করছেন, এ আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলে দেবে এবং দেশের টেক্সটাইল খাতের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আয়োজনটিতে ফকির গ্রুপ ও ফ্যাশন স্টেপ গ্রুপ প্লাটিনাম পার্টনার, ট্রান্সফার কেমিক্যালস গোল্ড পার্টনার এবং এম. এম. নিটওয়্যারস লিমিটেড, ডাইসিন, কালারটেক্স সিলভার পার্টনার হিসেবে আছে।