স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। এ প্রেক্ষাপটে তার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং মানবিক জায়গা থেকে দেখা উচিত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়) আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়।
সাংবাদিকরা যখন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে প্রশ্ন করেন, তখন আসিফ মাহমুদ বলেন, ‘আমি যতটুকু জানি, নুরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। আজ হঠাৎ তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাননি। অনেক দিন ধরেই সেখানে চিকিৎসা নিচ্ছেন। ক্যানসারের মতো রোগের চিকিৎসায় ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় নতুন দায়িত্ব পাওয়ার পর চিকিৎসার হাসপাতাল বা দেশ পরিবর্তন করা বাস্তবে সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসার কন্টিনিউশন বা ধারাবাহিকতা ভাংলে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে। তাই বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখে মানবিক বিবেচনায় দেখা উচিত। একজন মানুষ ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়ছেন, এটাই বড় বিষয়।’
আসিফ মাহমুদ বলেন, ‘নুরজাহান বেগমের চিকিৎসা প্রসঙ্গকে অনেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা হলো, তিনি দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন এবং সেটির ধারাবাহিকতাই বজায় রাখা হচ্ছে।’
তার মতে, ‘মানুষের জীবন বাঁচানোই আসল বিষয়। একজন ক্যানসার রোগীর চিকিৎসাকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করা উচিত নয়। এটি পুরোপুরি মানবিক ইস্যু।’