ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৫:৫১ পিএম
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ছবি- সংগৃহীত

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।

১৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে লড়াই। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল উড়াল দেবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) হবে টি-টোয়েন্টি সিরিজ।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ২৭ অক্টোবর। এরপর ৩০ অক্টোবর ও ১ নভেম্বর হবে পরের দুটি ম্যাচ।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ দুই দলের জন্যই প্রস্তুতির দারুণ এক সুযোগ হতে পারে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

এক নজরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ (ভেন্যু: মিরপুর)

প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর

দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর

তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর

টি-টোয়েন্টি সিরিজ (ভেন্যু: চট্টগ্রাম)

প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি: ১ নভেম্বর