বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে হাসিব লেখেন, গত ১৯ আগস্ট তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তিনি লেখেন, দায়িত্বকালীন সময়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছেন। তার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।
হাসিব লেখেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ তার কাছে কেবল একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। ভবিষ্যতেও এ সংগঠন শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সত্য ও ন্যায়ের আন্দোলনে থাকার অঙ্গীকার তিনি বহাল রাখবেন। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথে সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান।
এর আগে সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদেও মনোনয়ন জমা দিয়েছিলেন।
প্যানেল গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে দলের ভেতরে তৈরি হওয়া তীব্র অসন্তোষই তার পদত্যাগের মূল কারণ বলে মনে করছেন অনেকেই।