সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৭ জন।
শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৯৪ জনের। এর মধ্যে ৭২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। দেশে এ যাবত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৭১৭ জনের।
চলতি বছর করোনায় মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ যাবত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৬৪ শতাংশ।
এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
সর্বোচ্চ মৃত্যু হয় ২০২১ সালের আগস্ট মাসে, যেখানে ৫ ও ১০ আগস্ট দিনে ২৬৪ জন করে মারা যান। এরপর ধীরে ধীরে সংক্রমণ ও মৃত্যুর হার কমতে থাকে এবং ২০২২ সালের পর থেকে অনেক সময় তা শূন্যেও নেমে আসে।