দাঁতের ব্যথার ঘরোয়া প্রতিকার
জুলাই ৯, ২০২৫, ০৪:১৫ পিএম
শীতের আগমনের আগে অনেকেই উদ্বিগ্ন হয়ে উঠেন দাঁতের অতিরিক্ত সংবেদনশীলতা ও ব্যথার কারণে। শীতে ঠান্ডায় ঠোঁট ও গালের রক্তনালী সংকুচিত হয়ে দাঁতের চোয়ালের সংক্রমণ, ক্ষয়, মাড়ির প্রদাহ বা গুরুতর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তবে প্রাকৃতিক কিছু উপাদান যেমন লবঙ্গ তেল, লবণ পানি থেকে রসুন, বরফ ব্যবহার করে বাড়ির শীতেই উপশম খুঁজে পাওয়া...