ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

বাড়তিসহ জুলাই মাসের বেতন মঙ্গলবার পাবেন শিক্ষকরা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৮:৪৫ পিএম
শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ শিক্ষক ও কর্মচারীর বাড়তি বেতনসহ জুলাই মাসের বেতন মঙ্গলবার (০৫ আগস্ট) ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে দেয়া হবে।

রুপালী বাংলাদেশকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয় উইং) প্রফেসর গোপীনাথ পাল।

তিনি বলেন, ‘ইএমআইএসে সব কিছু পাঠানো হয়ে গেছে। প্রক্রিয়া সব শেষ। আশা করছি, সোমবার (০৪ আগস্ট) অথবা মঙ্গলবার (০৫ আগস্ট) সব শিক্ষকদের বেতন অ্যাকাউন্টে চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব কাজ শেষ। এখন এটা অনলাইনের বিষয়। কোনো সমস্যা না হলে মঙ্গলবারের মধ্যে সবাই বেতন পেয়ে যাবেন।’

তবে এবার বেতন পেতে দেরি হতে পারে দেড় লাখেরও বেশি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকা শিক্ষক-কর্মচারীদের। এ কারণে তাদের ধৈয্য ধরতে অনুরোধ জানিয়েছেন অধিদপ্তরটির কর্মকর্তারা।

তারা বলছেন, এতে চিন্তার কোনো কারণ নেই। বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এ সপ্তাহে না পেলেও পরের সপ্তাহের শেষের দিকে বেতন-ভাতা পেয়ে যাবেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।