ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

ভূমিকম্পের পর ধেয়ে আসছে সুনামি, আর্জেন্টিনা-চিলিতে রেড অ্যালার্ট জারি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:১১ পিএম
প্রতীকি ছবি

আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূলে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় বাসিন্দাদের উপকূল ত্যাগ করতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শুক্রবার (২ মে) স্থানীয় সময় সকাল ১০টায় ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থা জানায়, ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর সুনামি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই আর্জেন্টিনা ও চিলির উপকূলীয় অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যাতে কোনো হতাহতের ঘটনা না ঘটে। 

স্থানীয় সময় সকাল ১০টায় হওয়া ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বাড়তি সতর্কতার জন্য অঞ্চলটিতে রেড অ্যালার্ট জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে এবং উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।