বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক তামাক নিষিদ্ধ করেছে মালদ্বীপ। শনিবার (০১ অক্টোবর) থেকে ধূমপানের এ নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৭ সালের জানুয়ারি মাসের পর জন্মগ্রহণকারী সবার এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এই বছরের শুরুতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু কর্তৃক প্রবর্তিত এই পদক্ষেপ এই ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এর লক্ষ্য জনস্বাস্থ্য রক্ষা করা এবং তামাকমুক্ত প্রজন্ম গঠন করা বলে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘নতুন বিধানের অধীনে, ১ জানুয়ারি ২০০৭ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মালদ্বীপে তামাকজাত পণ্য কেনা, ব্যবহার করা বা বিক্রি করতে পারবে না। এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকের ক্ষেত্রে প্রযোজ্য এবং খুচরা বিক্রেতাদের বিক্রির আগে বয়স যাচাই করতে হবে।’
এই নিষেধাজ্ঞা প্রায় ১ হাজার ১৯১টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপের দর্শনার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দেশটি বিষুবরেখা বরাবর প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) জুড়ে বিস্তৃত এবং বিলাসবহুল পর্যটনের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তামাকের পাশাপাশি ইলেকট্রনিক সিগারেট ও ভেপিং পণ্যের আমদানি, বিক্রয়, বিতরণ, মালিকানা এবং ব্যবহারও সব বয়সের মানুষের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। ১৮ বছরের কম বয়সী কাউকে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫০ হাজার রুপিয়া (৩২০০ মার্কিন ডলার) জরিমানা করা হবে।
আর ভেপিং ডিভাইস ব্যবহার করলে ৫ হাজার রুপিয়া (৩২০ মার্কিন ডলার) জরিমানা গুনতে হবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।



