ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

কৃষ্ণচূড়ার ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন ফটোগ্রাফার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ০১:৩৬ এএম
নিহত ইসতিয়াক আহমেদ। ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল এলাকায় রেললাইনে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুলের ছবি তোলার সময় ইসতিয়াক আহমেদ নামের এক ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ মে) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। ছবি তোলার সময় দ্রুতগতির একটি ট্রেন চলে আসায় ঘটনাস্থলে কাটা পড়ে মারা যান তিনি।

তার দুর্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকায় ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি ইসতিয়াক। দ্রুতগতির ট্রেনটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

জানা গেছে, ইসতিয়াক আহমেদ রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ও সৌখিন ফটোগ্রাফার ছিলেন।

ইসতিয়াক আহমেদের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে সমবেদনা জানান তার ফটোগ্রাফির ভক্তরা। তিনি অসাধারণ ছবি তুলতেন। তার ছবিতে মুগ্ধ হতেন ছবিপ্রেমীরা। সেই ছবি তুলতে গিয়েই আজ প্রাণ হারালেন ইশতিয়াক।