রাশিয়ার পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ সব যাত্রী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের একটি বিমান সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫০ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।
স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।
এরই মধ্যে আমুর অঞ্চলে উড়োজাহারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জরুরি মন্ত্রণালয়। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিচালিত একটি এমআই-৮ হেলিকপ্টার বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ শনাক্ত করেছে।
বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় পাইলটের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে বলা মনে করছে কর্তৃপক্ষ।
রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে আর্কটিক এবং দূরপ্রাচ্য এলাকায় বিমানযাত্রা অনেক সময়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, কারণ এসব স্থানে প্রায়ই বৈরী আবহাওয়া বিরাজ করে।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান চলাচলে নিরাপত্তা কিছুটা উন্নত হলেও দূরবর্তী অঞ্চলে দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে।