ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বিএনপি কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:১৪ এএম

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় এক বিএনপি কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত খায়েজ আহম্মেদের ছেলে মো. কামাল (৫০) ও মৃত শফিক আহম্মেদের ছেলে মো. সোহেল আহম্মদ (৪৪)। গতকাল বৃহস্পতিবার সকালে রাউজানের নোয়াপাড়া থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছেÑ ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটারগান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুত করে আসছে এমন তথ্য পাই আমরা। আজ (গতকাল) সকালে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কামাল উদ্দিনের নামে রাউজান থানায় কমপক্ষে ৩টি মামলার তথ্য পাওয়া গিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল, কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে রাউজান এলাকায় অস্ত্রের কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাতদলের সদস্যদের কাছে বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। যেহেতু এলাকাটি দুর্গম, তাই অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সাথে জড়িত সিন্ডিকেটের সদস্যরা সতর্ক হয়ে যেত। যার ফলে তাদের অবস্থান শনাক্ত করা কঠিন ছিল।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর রাজনৈতিক সহিংসতায় মোট ১৭টি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১২টি রাজনৈতিক হত্যাকা-। বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। ৩৫০ জনের বেশি মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন।