ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সালমান শাহ ‘হত্যা’

সামিরার মায়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:১১ এএম

ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যুর ঘটনায় গত ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এতে তিন নম্বর আসামি করা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিও ওরফে লুসিকে (৭১)। এবার এ মামলায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এ ব্যাপারে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। এর আগে গত ২৭ অক্টোবর সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন এ ম্যাজিস্ট্রেট। এ নিয়ে মামলাটিতে তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিলেন আদালত।

এদিকে হত্যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোচ্চার সালমানভক্তরা। তারই ধারাবাহিকতায় সালমান শাহর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন নায়কের ভক্তরা। আগামীকাল শনিবার বেলা ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এক মানববন্ধন কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন সারা দেশের সালমানভক্তরা।

এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখন পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি। তারা আরও জানান, জনপ্রিয় এই নায়কের মৃত্যু নিয়ে নতুন করে যে হত্যা মামলা দায়ের হয়েছে, সেটির দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় সালমান শাহর। তারপর শুরু হয় দীর্ঘ তদন্ত, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবে চলতে থাকে। এরপর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরাসহ ১১ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে দ-বিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সামিরা ছাড়া মামলার অপর আসামিরা হলেনÑ শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।