নারায়ণগঞ্জের ফতুল্লার ভূলাই এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কামরুজ্জামান (৫০) নামে এক চায়ের দোকানি গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
কামরুজ্জামান নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূলাই গ্রামের মোখলেছ প্রধানের ছেলে।
আহত কামরুজ্জামানের স্ত্রী জেসমিন জানান, ‘আমাদের এলাকাতেই আমার স্বামীর একটি চায়ের দোকান রয়েছে। আজ সকালে দোকানে যাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসী শফিকুল ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন।’
স্ত্রী জেসমিন জানান আরও চিকিৎসকরা জানিয়েছেন, ‘তার অবস্থা আশঙ্কাজনক।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘আজ সকালে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’