ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

১৫ দিনেই শেষ ৬৫ লাখ টাকার রাস্তা!

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৭:৪৫ এএম

কুষ্টিয়ার গড়াই নদীর ওপর নির্মিত সৈয়দ মাছউদ রুমী সেতুর রাস্তার ৬৫ লাখ টাকার সংস্কার কাজ মাত্র ১৫ দিনেই বৃষ্টিতে ধুয়ে গেছে। গর্তে ভরে গেছে পুরো সড়ক। যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এ সেতুর উভয় পাশের সংযোগ সড়ক।

জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী অংশে অবস্থিত গড়াই নদীর ওপর নির্মিত এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এ সেতুর সংযোগ সড়কের সংস্কারে চলতি মাসের শুরুতে শেষ করা হয় ৬৫ লাখ টাকা ব্যয়ে কাজ। টেন্ডার পান মাসুদ করিম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
তবে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সড়কের নতুন পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সড়ক এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যান চলাচলও প্রায় বন্ধ হওয়ার পথে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় বাইকচালক শামছুল আলম বলেন, ‘রাস্তায় এত গর্ত যে ঠিকঠাক চলাফেরা করা যায় না। সরকারের বরাদ্দ ঠিক থাকলেও সড়ক ও জনপথ বিভাগ নজর না দেওয়ায় এমন দুর্দশা।’

ট্রাকচালক জামিল হোসেন বলেন, ‘গাড়ি নিয়ে ঝুঁকিতে চলছি। কখন দুর্ঘটনা ঘটে, বলা মুশকিল।’ অটোচালক আক্কাস বলেন, ‘রাস্তায় গর্তে পড়ে একবার যাত্রী আহত হয়েছে। কিন্তু উপায় কী? পেটের দায়ে ঝুঁকি নিয়েই চলছি।’
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, রাস্তার ছোট-বড় গর্তে পিচ ও পাথর দিয়ে সংস্কার করা হয়েছিল। সেতুর কয়েকটি পিলারেও কাজ করা হয়। তবে বর্ষার কারণে কাজ নষ্ট হয়ে গেছে বলে দাবি কর্মকর্তাদের।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপ-প্রকৌশলী লিটন আহম্মেদ বলেন, ‘কাজে কিছু ত্রুটি হয়েছে, তবে কোনো অনিয়ম হয়নি। বর্ষা শেষে ঠিকাদার প্রতিষ্ঠান আবার কাজ করবে।’

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনজুরুল করিম বলেন, ‘আবহাওয়া বৈরী থাকায় পিচ উঠে গেছে। তবু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের অভিযোগ, কাজের মান যাচাই না করেই বিল পরিশোধ করায় সরকারি অর্থের অপচয় হয়েছে। তারা জড়িতদের শাস্তির দাবি জানান।