ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

সীতাকুণ্ডে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০১:৩৫ এএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট জাহানাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ আরিফ (২৮) ও একই এলাকার মৃত মো. কাসেমের ছেলে মোহাম্মদ জুয়েল (২৯)।

নিহতদের মধ্যে আরিফ ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন।

স্থানীয়রা জানান, আরিফ ও জুয়েল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকা অতিক্রম করার সময় ঢাকামুখী একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু প্রাণ হারান।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত তেলবাহী লরিটি আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।