ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৬

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৩:০১ পিএম
শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল।

রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালের দিকে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। একইসঙ্গে ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার দিকে আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।

তবে ককটেল বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কি না- সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, রোববার (৫ সেপ্টেম্বর) তেজগাঁও এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ জানিয়েছিল, তারা নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গত কয়েকদিন ধরে রাজধানীজুড়ে কার্যক্রম নিষিদ্ধ দলটির তৎপরতা আবারও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা।