রাজধানীর বনানীর ৫ নম্বর রোডের একটি বাসা থেকে আহারার মাসুদ দ্বীপ (৪০) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মাসুদ দ্বীপ স্ট্যাডাট চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখায় কর্মরত ছিলেন। বনানী এলাকার বাসায় ভাড়া থাকতেন মাসুদ দ্বীপ।
বনানী থানার উপপরিদর্শক মো. তারেক হাসান বলেন, রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে বনানীর ৫ নম্বর রোডের এফ ব্লকের ৯৮ নম্বর বাসায় যাই। সেখানে গিয়ে দেখি তিনি ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে ঝুলে আছেন। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছি।
তিনি বলেন, পরিবারের কাছ থেকে জানতে পারি, তিনি একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট সেকশনে চাকরি করতেন। গত বছর তার চাকরি চলে যায়। এরপর তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেয়। তার ৯ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।