রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া রোহান (১৪) নামে এক শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দগ্ধ রোহান শিক্ষার্থী শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল ।
তিনি আরও বলেন, রোহান ছাড়পত্র পাওয়ার পরও ইনস্টিটিউটে আরও ১৫ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৫ জন ছাত্র। সবাই এখন শঙ্কামুক্ত।
প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির ৩ শিক্ষকের মৃত্যু হয়েছে।