ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

লম্বা ছুটির ফাঁদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৬:৪৪ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আর মাত্র দেড় মাস পরেই শুরু হচ্ছে এশিয়া কাপ, অথচ বাংলাদেশ দলের সামনে লম্বা ছুটির ফাঁদ। টানা দুই সিরিজ জিতে যে ছন্দটা ফিরে এসেছিল, তা ধরে রাখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ক্রিকেটারদের বিশ্রাম জরুরি, কিন্তু দীর্ঘ এই বিরতি এশিয়া কাপের আগে দলের প্রস্তুতিতে বড়সড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে।

এমনকি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাস নিজেও একটি প্রস্তুতিমূলক সিরিজের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য বসে নেই। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন, এই ফাঁকা সময়ে একটি সিরিজ আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে বিসিবি।

প্রাথমিকভাবে বড় কোনো দলের সাথে খেলার সম্ভাবনা কম, কারণ শীর্ষ দলগুলো তাদের পূর্বনির্ধারিত সূচি নিয়ে ব্যস্ত। তাই বিসিবির চোখ এখন ছোট দলগুলোর দিকে।

আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাজমুল আবেদীন সম্ভাব্য দুটি দেশ নেদারল্যান্ডস এবং নেপালের নাম উল্লেখ করেছেন।

তিনি বলেন, বড় কোনো দেশ এ মুহূর্তে পাওয়া যাবে না। কারণ, তারা তাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে। আমাদের মনে হয় অন্য কোনো দেশের সঙ্গে এটা হতে পারে।

নেদারল্যান্ডস ও নেপাল হতে পারে কিংবা এমন কোনো দেশ হতে পারে। এ মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি।

যদি শেষ পর্যন্ত কোনো বিদেশি দলের সাথে সিরিজ আয়োজন করা সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবে জাতীয় দলের 'এ' দল বা হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সাথে সিরিজ খেলার কথা ভাবছে বিসিবি।

এর পাশাপাশি তিন সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্পও করবে জাতীয় দল, যা এশিয়া কাপের আগে ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস এবং ছন্দে ফিরতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।