চট্টগ্রাম বন্দরে জাল কাগজপত্র ব্যবহার করে কনটেইনার ডেলিভারির চেষ্টার সময় মো. আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিঅ্যান্ডএফ এজেন্ট সিবা কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কনটেইনার বন্দরের জিসিবি ৫ নম্বর গেট দিয়ে পাচারের চেষ্টা করা হয়।
জাল কাগজপত্র ব্যবহার করে ওই গেটে পাশ সংগ্রহের সময় নিরাপত্তা বিভাগ কনটেইনারটি জব্দ করে।
বন্দরের সচিব ওমর ফারুক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, চুরি প্রতিরোধে বর্তমানে বন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রয়েছে।