বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরে নেতৃত্ব দেবেন সেই অপেক্ষায় রয়েছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়ার ওপর যে আস্থা রেখেছিল জনগণ একইভাবে আজকে তারা তারেক রহমান সাহেবের ওপর আস্থা রাখছে। অপেক্ষা করছি, কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন। কবে নেতৃত্ব দেবেন।’
শুক্রবার (১ আগস্ট) রাজধানী উত্তরার আজমপুরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করছি, তারেক রহমান সাহেব যেন অতি দ্রুত দেশে আসেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন। সেটাই আমাদের কামনা।’
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রতিদিন বিভিন্ন জায়গায় মিটিং করছেন। তিনি বলছেন যে, ‘আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব’, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে, যে বাংলাদেশে গরিব থাকবে না, আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।’
‘চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ’ শীর্ষক এই সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এতে সভাপতিত্ব করেন।