ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

চাঁদপুরে সর্বাধিক লঞ্চের মালিক এমএ বারী আর নেই

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৮:৫৪ পিএম
এমএ বারী খান। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলকারী বিলাসবহুল নৌযান এমভি রফ রফ ও নিউ আল বোরাক লঞ্চের মালিক এমএ বারী খান (৮১) মারা গেছেন।

শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় ঢাকা মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

চাঁদপুর বিআইডব্লিউটি-এর উপ-পরিচালক বশির আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

এমএ বারী খানের ছেলে জাবের আহমেদ মুন্না খান বলেন, ‘বাবা দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে তিনি ঢাকায় চিকিৎসাধীন মারা গেছেন। বাবার প্রথম জানাজা ঢাকার বাসার কাছে শুক্রবার (১ আগস্ট) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শনিবার (২ আগস্ট) বাদ জোহর বাবার প্রতিষ্ঠাকালীন চাঁদপুর রেলওয়ে বাইতুল আমীন জামে মসজিদে হবে। নামাজে জানাজা শেষে আমাদের পারিবারিক কবরের স্থানে দাফন করা হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, এম এ বারী খান চাঁদপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, দাতা ও পরিচালনা পর্ষদের আজীবন সদস্য, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সদস্য, চাঁদপুর রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মেসার্স রাকিব ওয়াটার ওয়েজ (রফ রফ-১-২-৭ ও আল বোরাক লঞ্চ)-এর স্বত্বাধিকারী ছিলেন। 

তার বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন নিশি বিল্ডিং এলাকায়। তিনি ঢাকার কল্যাণপুর-পাইকপাড়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।