শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা হঠাৎ করেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে দলটির শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য মো. পলাশ খান পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম লেখেন, ‘ব্যক্তিগত কারণে আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।’
অন্যদিকে পলাশ খান জানান, ‘শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ থেকে আমি অব্যাহতি (পদত্যাগ) নিলাম।’
পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপি শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগের পোস্ট দেখেছি। তবে দলীয় নিয়ম অনুযায়ী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। দলীয় সিদ্ধান্ত ছাড়াই হঠাৎ এমন ঘোষণা কিছুটা বিস্ময়কর।’
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পদত্যাগকারী নেতা মো. পলাশ খান জানান, ‘এনসিপি আমার কাছে একটি আবেগের জায়গা। কিন্তু শরীয়তপুর জেলা কমিটির গঠন প্রক্রিয়ায় কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করা হয়নি। দু-একজনের ইচ্ছামতো কমিটি গঠন করা হয়েছে, যা আমি মেনে নিতে পারিনি। সেই কারণেই আমি নিজেকে এই কমিটি থেকে সরিয়ে নিয়েছি।’
তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিকভাবে এনসিপির মূল উদ্দেশ্য এবং পরিবর্তনের যে প্রত্যাশা তা ভবিষ্যতে বাস্তবায়ন হবে।
দলের অভ্যন্তরীণ সংকট এবং মতপার্থক্যের জেরেই এ পদত্যাগ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনসিপির শরীয়তপুর জেলা কমিটি এই পদত্যাগে কীভাবে প্রতিক্রিয়া জানায়, সেটাই এখন দেখার বিষয়।