লক্ষ্মীপুরের রামগতিতে অনৈতিক কর্মকা-ে জড়িয়ে পড়ায় গোলাম সারোয়ার নামের এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত সারোয়ার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার নিজ এলাকায় এক নারীর সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে তিনি হাতেনাতে ধরা পড়েন। এ ঘটনার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারোয়ার দলের ভাবমূর্তি নষ্ট করেছেন। তাই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারের অনুলিপি সাবেক সংসদ সদস্য এ বি এম আশারাফ উদ্দিন মিজান, জেলা বিএনপি, রামগতি থানা ও রামগতি প্রেসক্লাবকে দেওয়া হয়েছে।