ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

খেলেই যাবেন রোনালদো: পর্তুগাল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:৪৮ এএম

তার বয়স ৪০। তবে ফিটনেস ও পারফরম্যান্সে নেই এর কোনো ছাপ। এখনো জাতীয় দল ও ক্লাবে সমান দাপটে খেলে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তারকা এই স্ট্রাইকার কবে অবসর নেবেন সেই প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনেই। তবে রোনালদোর খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তার সাবেক সতীর্থ ও পর্তুগাল দলের সহকারী কোচ রিকার্ডো কারভালহো। তার পরিষ্কার বার্তা, রোনালদো যত দিন চান, তত দিন পর্তুগালের হয়ে খেলবেন। পর্তুগিজ টেলিভিশন চ্যানেল আ বোলাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন কারভালহো। তিনি বলেন, ‘আমার মনে হয়, যত দিন সে (রোনালদো) চাইবে, তত দিন (ফুটবল খেলতে) থাকবে।

সত্যি বলতে, এত বছর ধরে সে অনেক কৃতিত্ব অর্জন করেছে... এবং এখনো সে ভালো করছে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ রোনালদোর নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ শুরু করেছে পর্তুগাল। আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করেছে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো নিজেও করেছেন জোড়া গোল। রোনালদোর নেতৃত্বে তাই খুশি পর্তুগালের সহকারী কোচ। তিনি বলেন, ‘আমি জানি না, সে কত দিন খেলতে পারবে বা এ বিষয়ে তার কোনো সীমা আছে কি না, কিন্তু আমরা সবাই খুশি যে সে আমাদের অধিনায়ক এবং দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে, সত্যিই প্রশংসনীয়।’ ৪০ বছর বয়সেও রোনালদোকে এখনো এত গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা উচিত কি নাÑ এ নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে এ নিয়ে কারভালহোর কোনো সন্দেহ নেই। তিনি বলেন, ‘আমাদের দলে ভালো নেতারা রয়েছে।

ক্রিস্তিয়ানো জানে, সময়ের সঙ্গে হয়তো একদিন পেরে উঠবে না। তবে সে এখনো ভালো অনুভব করছে। দলের খুবই গুরুত্বপূর্ণ অংশ সে। আমার মনে হয়, সে এখন ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছে।’ সবকিছু ঠিক থাকলে ৪০ বছর বয়সি রোনালদোকে ২০২৬ বিশ্বকাপে আবারও নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো এরই মধ্যে ২২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে পর্তুগালের হয়ে ১৪১ গোল করেছেন। সম্প্রতি সৌদি প্রো লিগের দল আল-নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন পর্তুগিজ সুপারস্টার। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ মাঠে নামলে এটি তার ষষ্ঠ বিশ্বকাপ হবে।