ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

পুরস্কার বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৭:৪৯ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি, এইচএসসি ও সমমানের মেধাবৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে।

গতকাল বেলা ১১টায় ফুলবাড়ী বালিকা (পাইলট) উচ্চবিদ্যালয় হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কমৃকর্তা রেহেনুমা তারান্নুম। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।