ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

সাপুড়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৭:৫৬ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের কাপালীপাড়া গ্রামে বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপুড়ে বয়েজ উদ্দিন (৪৫) সাপের কামড়ে মারা গেছেন।

গতকাল বুধবার সকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত বয়েজ উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের গাবতলা ডাক্তারপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাপালীপাড়া এলাকার ইমরান আলীর বাড়িতে একটি বিষাক্ত দারাইশ সাপ দেখা গেলে পরিবারের লোকজন স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেন।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় সাপটি ধরেন এবং বেশ কিছুক্ষণ লেজ ধরে ঝুলিয়ে রাখেন। পরে সাপটিকে বস্তায় ঢোকানোর সময় তার হাতে ছোবল মারে। কামড়ের কিছুক্ষণ পরই তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।