ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

মরদেহ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৭:৪৭ এএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রামে বন্ধুর বাড়ি থেকে রিয়াদ মিয়া (৩৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার সকালে গারুয়া ভাটুয়াপাড়া গ্রামের একটি ঘর থেকে এটি উদ্ধার করা হয়। নিহত রিয়াদ উপজেলার আচারগাঁও ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

এ ঘটনায় বন্ধুবর নাদিম মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে হানিফ মিয়া নামের এক ব্যক্তির একটি ইজিবাইক চুরি হয়।

গত মঙ্গলবার  দুপুরে চুরির অভিযোগে হানিফের লোকজন রিয়াদকে আটক করে। পরে আচারগাঁও বিলপাড়ার সোহরাব উদ্দিনের বাড়ির সামনে একটি সালিশ-বৈঠক বসে। সেখানে রিয়াদ চুরির কথা স্বীকার করেন এবং জানান, ‘এ ঘটনায় তার বন্ধু নাদিমও জড়িত। পরবর্তী সময়ে নাদিমকে আনা হলে সেও চুরির বিষয়টি স্বীকার করেন। সালিশ শেষে নাদিমের মা ময়না বেগম মুচলেকা দিয়ে উভয়কে নিয়ে যান।’ ওই রাতেই রিয়াদ, নাদিমের বাড়িতে রাত কাটান। তবে গতকাল সকালে ঘরের ভেতর রিয়াদের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।