ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

পুরান ঢাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৯:০৬ পিএম
প্রতীকী ছবি। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা স্কুল মাঠের পূর্ব পাশের ফুটপাত থেকে এক অজ্ঞাত (বয়স আনুমানিক ৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন জানান, ‘খবর পেয়ে আমরা আরমানিটোলা স্কুল মাঠের পূর্ব পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না এবং মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।