ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

বৃত্তির অনুদান প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৭:৫৫ এএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাস্টারমাইন্ড একাডেমি স্কুলের ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুদান ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার মাস্টারমাইন্ড একাডেমি স্কুলের আয়োজনে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বৃত্তি অনুদান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক রেজাউল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবরক অধ্যক্ষ ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আবু হাসনাত মন্ডল হেলাল। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজ আলম লিটন, শাহনাজ বেগম, মিনহাজুল আবেদীন, জেসমিন আকতার, জাহানারা বেগম, বিপ্লবী সাহাতোন, সুনিল মাহাতো, আফিয়া জাহান প্রমুখ। উল্লেখ্য যে, ২০২৪ সালে অত্র বিদ্যালয় থেকে ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে একজন জনসহ সাতজন উত্তীর্ণ হন।