ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

যুবকের আত্মহত্যা

কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৭:৪৭ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. নূরউদ্দিন মিয়া (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাদুরতলী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত নূরউদ্দিন ওই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, মাদারীপুরের কালকিনি থানার কয়ারিয়া গ্রামের দুলাল সরদারের মেয়ে আলিফা আক্তারের সঙ্গে নূরউদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে, পরে প্রায় ছয়-সাত মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে আলিফা স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন।

প্রায় ২০ দিন আগে তিনি মা ও ফুফুর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান এবং সেখান থেকে ফোনে যোগাযোগ রাখছিলেন। দুই দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী জানান, তিনি আর নূরউদ্দিনের সঙ্গে সংসার করবেন না। এতে মানসিকভাবে ভেঙে পড়েন নূরউদ্দিন। গত মঙ্গলবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ২টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন।