ঝিনাইদহ জেলা পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী মানব পাচারবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহ পুলিশ সার্ভিস ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি সংস্থা। কর্মশালার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ (বিপিএম)।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. শহিদুল ইসলাম (পিপিএমবার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস (কোটচাঁদপুর সার্কেল), জাস্টিস অ্যান্ড কেয়ারের ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার অপূর্ব কুমার সাহা।