‘প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই’ স্লোগান সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। গত বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপজেলার ১১টি কিন্ডারগার্টেনের প্রায় ২০০ জন চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী বলেন,
‘২০২২ সালে সর্বশেষ যেবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, তখন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছিল। কিন্তু এ বছর সেই সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হলে তা শিশুদের মনোবল ও ভবিষ্যৎ শিক্ষাজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’