লালমনিরহাটের হাতীবান্ধায় গলায় রশি দিয়ে আব্দুর রহিম (৩২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ গোতামারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ওই এলাকার মৃত সিদ্দিক ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ১২ বছর আগে পরিবারসহ ঢাকায় চলে যান আব্দুর রহিম। প্রায় দুই বছর আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর স্ত্রী ও সন্তানকে রেখে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এরই মধ্যে সোমবার বিকেলে সবার অজান্তে নিজের ঘরে রশি টানিয়ে গলায় ফাঁস দেন তিনি।
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ‘আব্দুর রহিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার কোনো শত্রু ছিল না। সবার অজান্তে বসতঘরে রশি টানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’